একুশেনিউজ ডেস্ক:;
আসন্ন ১৫ জুন, বিয়ানীবাজার পৌর নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ধানের শীষের মেয়র প্রার্থী, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু।
শনিবার (১৪ মে) রাতে নিজের ওয়ার্ড ১নং শ্রীধরা-নবাংয়ের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আবু নাসের পিন্টুর পক্ষে গণজোয়ার তৈরী হয়। সভায় জনগন থেকে মনোনীত হয়ে তিনি প্রার্থী হওয়ার ঘোষনা দেন।
উক্ত সভায় শ্রীধরা নবাং সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন। এতে তিনি নিজ ওয়ার্ড শ্রীধরা নবাংয়ের ঐক্যের একক প্রার্থী হওয়ার প্রত্যাশা করেন।
সভায় তিনি বলেন, বিগত নির্বাচনে দল-মত নির্বিশেষে যেভাবে সবাই এককভাবে আমাকে প্রার্থী করেছিলেন, এইবারো আমি তা প্রত্যাশা করি। আমি গত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পরও আমার বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছিল। ইনশাআল্লাহ! এইবার যদি সবাই আমার পাশে থাকেন তাহলে বিজয় একেবারেই নিশ্চিত।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302