একুশেনিউজ ডেস্ক::
আসন্ন ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক ধানের শীষের মেয়র প্রার্থী, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু।
মঙ্গলবার (১৭ মে) তিনি উপজেলা নির্বাচন অফিসে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় পৌরসভার মুরব্বিয়ান, যুবক ও সাধারণ মানুষজন, সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে আবু নাসের পিন্টু বলেন, গত নির্বাচনে আমি জনগণের ভোটে বিজয়ী ছিলাম, কিন্তু চক্রান্ত করে আমাকে পরাজিত করা হয়েছে। এবার নির্বাচনে যদি আপনারা আমার পাশে থাকেন, তাহলে আমি বিজয়ী হবো- ইনশাআল্লাহ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302