
একুশেনিউজ ডেস্ক::
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ছাত্রদল সভাপতির বিরুদ্ধে হামলার প্রতিবাদে সিলেট জেলা ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের সশস্ত্র হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে ইমজা সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
সোমবার (২৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করেছে। অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।