স্পোর্টস ডেস্ক::
বছরখানেক আগেও তার ফর্ম নিয়ে চারদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনা। দলে অবস্থান নড়বড়ে হয়ে যাচ্ছিল। সেই লিটন কুমার দাস এখন মাঠে নামলেই রানের বন্যা বইয়ে দিচ্ছেন। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আউট হয়েছিলেন ৮৮ রানে।
আজ ঢাকা টেস্টের প্রথম দিনে সেই ভুলটা আর করলেন না। দলের মহাবিপদের সময় হাল ধরার পাশাপাশি নান্দনিক ব্যাটিংয়ে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এজন্য তার সময় লেগেছে ১৪৯ বল, হাঁকিয়েছেন ১৩টি বাউন্ডারি।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশি ব্যাটাররা আউট হওয়ার মিছিল শুরু করে দেন! স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই কাসুন রাজিথার করা প্রথম ওভারের দ্বিতীয় বলে 'ডাক' মারেন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত এসে একটি বাউন্ডারি মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরের ওভারেই আসিথা ফার্নান্দোর বলে 'ডাক' মারেন আগের ম্যাচেই সেঞ্চুরি করা তামিম ইকবাল। অধিনায়ক মুমিনুল হক দলকে আবারও বিপদে ফেলেন আলাগা শট খেলে। ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন ৯ রান করে।
৭ম ওভারে শান্তকে (৮) বোল্ড করে দেন রাজিথা। পরের বলেই সাকিব মারেন 'গোল্ডেন ডাক'। ২৪ রানে নেই পাঁচ উইকেট! যার মধ্যে তিনজনই 'ডাক' মেরেছেন। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম আর লিটন দাস। দুজনের দুর্দান্ত জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের স্কোর। দুজনেই সমানতালে ব্যাটিং করছিলেন। খারাপ সময় পার হওয়ার পর দর্শকদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়, দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করেন? শেষ পর্যন্ত লিটনই আগে পৌঁছে যান তিন অংকে। হাঁকিয়েছেন ১৩টি বাউন্ডারি। মুশফিকের সঙ্গে তার ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের স্কোর এখন ৫ উইকেটে ২০৯ রান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302