• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর বৃক্ষরোপনে বাঁধা, হামলা, আটক-৬

admin
প্রকাশিত মে ২৫, ২০২২
দক্ষিণ সুরমায় ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর বৃক্ষরোপনে বাঁধা, হামলা, আটক-৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি:;
দক্ষিণ সুরমার রেঙ্গা হাজীগঞ্জ মোহম্মদপুর গ্রামে ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ নামক সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরন ও গুলিবর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত হয়েছেন আরো ৩-৪ জন।
বুধবার (২ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর উদ্যোগে দক্ষিণ সুরমার মোহম্মদপুরে বৃক্ষরোপনের কর্মস‚চী পালন করা হয়। এসময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী জুলাশ আহমদ প‚র্ব পরিকল্পনা মোতাবেক বৃক্ষরোপন কর্মস‚চীতে বাঁধা দেয়। তখন ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর সদস্য ও জুলাশ আহমদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে জুলাশ আহমদের সাথে থাকা সন্ত্রাসীরা গুলিবষর্ণ করে ও ককটেল বিস্ফোরন করে। চারদিকে ধোয়া উড়ে, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ সিলেট জেলা শাখার সভাপতি হাকিম আব্দুর রহমান বলেন, কিছুদিন প‚র্বে জুলাশ আহমদ ওই গ্রামে অবৈধভাবে পরিবেশ বিধ্বংশী বোমা মেশিন দিয়ে মাটি উত্তোলন করার চেষ্টা করছিল। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাৎক্ষণিক সংগঠনের সদস্য মোঃআব্দুর রহমান শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ বাঁধা দেন। তাদের বাঁধার মুখে জুলাশ আহমদ মাটি উত্তোলন করতে পারেনি। এ ঘটনার জের ধরেই জুলাশ আহমদ ও তার সন্ত্রাসীরা আমার সংগঠনের শান্তিপ‚র্ণ ও পরিবেশবান্ধব কর্মস‚চীতে হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। এসময় পুলিশ এসে অন্যায়ভাবে ‘সেভ দ্যা নেচার অব বাংলাদেশ’ এর ৬ সদস্যকে গ্রেপ্তার করে। আটককৃতরা হলেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশের সদস্য শেখ নাদিম উদ্দীন, আফজাল হোসেন, আব্দুল কাদির, মোঃ আব্দুর রহমান শাহিন, রহিম আলী, রাশেদ আহমদ।

এ ব্যাপারে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল বলেন, বৃক্ষরোপন কর্মসুচীর আড়ালে তারা আওয়ামী সরকারবিরোধী কর্মকান্ডের পরিচালনা করছিল। তাই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টিকারী ৬জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তবে- পুলিশের দেওয়া বক্তব্যকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন হাকিম আব্দুর রহমান। তিনি বলেন, এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতেই পুলিশ মিথ্যা তথ্য দিয়েছে। আমাদের সংগঠন দেশের পরিবেশ রক্ষায় কাজ করছে, সরকার বিরোধী কোন কাজ করছে না।