
সিলেট জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন সিলেট-৪ আসন (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) জাতীয় পার্টি সমন্বয় কমিটির সভাপতি, গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জামাল আহমদ।
বুধবার (১ জুন) দুপুরে আলহাজ্ব কুনু মিয়ার বাসভবনে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সিনিয়র সহ সভাপতি হাফিজ আহমদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, প্রচার সম্পাদক শাহজাহান মাষ্টার, সাংষ্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সিলেট জেলার আহ্বায়কের সাথে গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি কমিটি নিয়ে এক আলাপে তিনি বলেন, আগামী ১৬ জুনের মধ্যে গোয়াইনঘাটের সকল ইউনিয়ন কমিটি প্রস্তুত করে গোয়াইনঘাট উপজেলা আহ্বায়কের কাছে জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়। ১৭ জুন গোয়াইঘাট উপজেলায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া।
উক্ত সভায় গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।