নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলা ছাত্রশিবির কর্মি খালেদ নুর এর বাড়ীতে হামলা ও ভাংচুর চালায় একদল যুবক।সিলেট সদর উপজেলা বলাউরা কসকালিকা গ্রামের ছাত্র শিবির কর্মি খালেদ নুর এর বাড়িতে (৭ জুন)মঙ্গলবার এ হামলা ও ভাংচুর চালায় একদল যুবক।খবর পেয়ে আমাদের সংবাদ দাতা ছুটে গেলে খালেদ নুর এর পিতা বলেন হঠাৎ করে একদল যুবক জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান দিয়ে আমার বাড়ীতে হামলা ও ভাংচুর চালায় এবং যুক্তরাজ্য প্রবাসী আমার ছেলে খালেদ নুর এর নাম ধরে ডাকতে থাকে ও প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
এ বিষয়ে সদর উপজেলার জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন খালেদ নুর জাতির পিতা বঙ্গবন্ধু কে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে আজে বাজে কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে থাকে।আমাদের কাছে খবর এসেছিল যে সে দেশে এসেছে এজন্য ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে খোজতে তার বাড়িতে যায়।
জালালাবাদ থানার ওসি হারুন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন হামলার খবর শুনেছি, জাতির পিতা ও প্রধানমন্ত্রী কে নিয়ে এরকম লিখলে হামলা হওয়াটা স্বাভাবিক।
উল্লেখ্য, খালেদ নুর সহ তার বাকি দুই ভাইও নিজেদের জিবন রক্ষার্থে দেশের বাইরে থাকেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302