
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা লেইছ সুপার মার্কেটের সামনে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সাথে কথা কাটাকাটি জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল ও ১ জনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল (০৭ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লেইস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের বেশকয়েক জন লোক আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। জামায়াত-বিএনপির নেতাকর্মীদের উপর মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মো. রাকিব মিয়াকে ০৭ জুন ২০২২ইং তারিখে দক্ষিণ সুরমা থানা পুলিশ গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারকৃত মোঃ রাকিব মিয়া রাজাপুর নুরপুর এলাকার মোঃ জুনেদ মিয়া ছেলে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দক্ষিণ সুরমা এলাকার ভার্থখলা লেইছ সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মো. রাকিব মিয়া সহ জামায়াত-শিবির ও বিএনপির অনেক নেতাকর্মীদের উপর মামলা দায়ের করা হয়। দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্মকর্তা জানিয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।