নিজস্ব প্রতিবেদক::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র্যাব)-৯ এর পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ জুন) সিলেটের দক্ষিণ সুরমা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, হবিগঞ্জ জেলার মাধবপুর ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ১ হাজার ৭ পিস ইয়াবা, ১০২ বোতল বিদেশী মদ এবং ৩২ কেজি গাঁজা।
বৃহস্পতিবার (৯ জুন) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র্যাব)-৯ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭ পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকার বাসিন্দা মৃত মোঃ কাদের খানের ছেলে মোঃ মিলন খাঁন (৪৬) ও এসএমপির দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে মোঃ শাবলু আহমেদ (২৮)।
একই দিনের অপর আরেকটি অভিযানে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
এদিকে, র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অপর অভিযানে বুধবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধারসহ ১ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বৌকুন্ঠপুর চাঁ বাগান এলাকার বাসিন্দা মৃত- সমরত চৌহানের ছেলে বাবুল চৌহান (২৭)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র্যাব)-৯ এর মুখপাত্র সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302