হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার অন্তত ২০ শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছে।
শনিবার (১১ জুন) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার বডিংয়ে থাকা শিক্ষার্থীরা ৯টার দিকে রাতের খাবার খায়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীরা অসুস্থতাবোধ করতে থাকে। পরে তাৎক্ষণিক শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে পারভেজ আখঞ্জী, শরিফ আহমেদ, জয়নাল মিয়া, তুহিন মিয়া, আশরাফুল ইসলাম, আযাহারুল ইসলাম, আদিল হায়দার, অলিউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এবিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সদস্য লিংকন আহমেদ জানান, পচা বাসি খাবারের কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে।
বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাজহারুল আলম নাহিদ জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে খাদ্যে বিষাক্রিয়া থেকে এ এমনটা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302