
একুশেনিউজ ডেস্ক::
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আগামী ২৯ জুন সিলেট রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগীয় সমাবেশ। এ সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর ইসলামী আন্দোলন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।
সমাবেশ সফলে সোমবার (১৩ জুন) বিকাল ৩ ঘটিকায় সুরমা মার্কেট মহানগর কার্যালয়ে মহানগরের নিয়মিত মাসিক বৈঠক শুরু হয়।
ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট রেজিষ্ট্রারী মাঠের সমাবেশ সফলে ইতিমধ্যে জেলার সকল থানাগুলো নেতা কর্মীরা সফর শেষ করেছেন। ইতিমধ্যে মহানগরীর সকল ওয়ার্ডে ঝটিকা সফর শুরু করেছেন মহানগর নেতৃবৃন্দ। জেলা মহানগরে প্রতিটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ, সমাবেশ সফলে সকল নেতা কর্মীদের দুই রাকাত নফল নামাজ পড়ার আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।
সভায় নগরীতে পোষ্টার, ফেস্টুন ও ব্যানার সাটানোর জন্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকেও দায়িত্ব প্রদান করা হয়। বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। মহানগরের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা আসআদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, সহ সংগঠিক সম্পাদক এইচ এ ইমদাদুল হক, সহ প্রচার সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আল নোমান, মাওলানা ক্বারী মুহিবুর রহমান,সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ, মুহাম্মদ মাঈন উদ্দিন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।