• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

বিশ্বনবীর অবমাননাকারীকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

admin
প্রকাশিত জুন ১৩, ২০২২
বিশ্বনবীর অবমাননাকারীকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার::
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্যকারী নূপুর শর্মাকে সমর্থন করে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেয়ায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকার সাওতাল রাজকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কেএম নজরুল ইসলাম।

আটক সাওতাল রাজ জাফলং চা বাগান এলাকার রাঙা সাওতালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জাফলং চা বাগানের সাওতাল রাজ নূপুর শর্মাকে সমর্থন জানিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট দেয়।পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় ও আইনশৃঙ্খলা অবনতির পরিস্থিতি দেখা দেয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা সচেষ্ট। জননিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোন কাজ আমার থানা এলাকায় করতে দেওয়া হবেনা।ফেসবুকে উস্কানীমূলক পোস্ট দেওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি।তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা আইসিটি আইনে মামলা দায়ের করেছি।এখন তাকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।