
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তেঘরী গ্রামে ছাতক উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ রুকন উদ্দিন এর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৩ জুন) রাত আনুমানিক ৯ ঘটিকার সময় এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা দলবদ্ধ ভাবে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং হামলা কারীর আঘাতে তাহার গর্বধারনী মা রিনা বেগম গুরুতর আহত হন। পরে আহত রিনা বেগমের আতচিৎকারে আশপাশের লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। হামলার বিষয়ে হাসপাতালে গিয়ে আহত রিনা বেগমের কাছ থেকে জানা যায়, এই হামলা পরিকল্পিত ভাবে চালানো হয়েছে। এটি আওয়ামিলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবাদুল রউফ বাবলু ও আওয়ামিলীগ নেতা গয়াস মিয়া চেয়ারম্যানের ইন্দনে এই হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার বড় ছেলে রুহেল আহমদ মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবত কারাগারে ও ২য় ছেলে মোঃ রুকন উদ্দিন একাধিক মামলার আসামী হয়ে জীবন বাঁচাতে দেশ পলাতক রয়েছে।