একুশেনিউজ ডেস্ক::
সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম, দেশখ্যাত বর্ষীয়ান আলেম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি বলেছেন, রাসুলুল্লাহ (সঃ) ইহ-পরকালীন শান্তি অগ্রদূত। কোন সুস্থ মস্তিস্কের মানুষ তার বিরুদ্ধে কটুক্তি করতে পারেনা। নবীজি (স.) এর অবমাননা কোন সভ্য মানুষ মেনে নিতে পারেনা। নুকুল শর্মা নবীজির বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের শুধু মুসলমান নয়, বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের মনে আঘাত দিয়েছে।
তিনি মঙ্গলবার (১৪ জুন) সিলেট সিটি পয়েন্টে সিলেটের মুসলিম জনতা আয়োজিত প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাবেশ থেকে সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিশাল বিক্ষোভ মিছিল আম্বরখানায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আজাদ দ্বিনী এদারার সভাপতি, প্রবীন আলেম মাওলানা জিয়া উদ্দিন বলেন, জাতীয় সংসদে একজন এম.পি জেহাদের বিরুদ্ধে কথা বলে ইসলাম বিরোধী ভুমিকায় অবতীর্ণ হয়েছে। জেহাদের বিরুদ্ধে কথা বলে কেউ সত্যিকার মুসলমান থাকতে পারেনা। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে।
দারুল উলুম কানাইঘাট মাদরাসার শায়খুল হাদীস বর্ষীয়ান আলেম, মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী বলেন, মহানবী সঃ কে মুসলিম জাতি প্রানের চেয়ে বেশি ভালোবাসে। নবীর অবমাননার প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব। সিলেটের প্রায় শতাধিক মাদরাসা মসজিদ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজর নবিপ্রেমিক জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়া জালালিয়ার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল খালিক ছাখতা, কৌড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহসিন আহমদ, গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, শামীমাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, দারুল কুরআন মাদরাসার মুহতামিম, সাবেক এম.পি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা হাবীবে রব্বানী, জামেয়া দরগার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, ঠিকরপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা লুকমান আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আতাউর রহমান, লামারগ্রাম মাদরাসার মুফতি আবুল হাছান, কানাইঘাট মাদরাসার মাওলানা সামছ উদ্দিন, মাওলানা কারী হারুনুর রশিদ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মেজরটিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা জাহিদ উদ্দিন,মাওলানা গাজী রাহমাতুল্লাহ, মাওলানা ফয়জুল হক, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা এমরান আলম প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন, কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা জুনায়েদ কিয়ামপুরি, মাওলানা আহমদ সগির, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি।
সমাবেশের পক্ষ থেকে সরকারের কাছ ৫ দফা প্রস্তাব পাঠ করেন। পাঁচ দফা দাবি হলো- ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি, নবী (স.) অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের উপর নেমে আসা জুলুম নির্যাতন, নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে দেয়ার ঘটনায় সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি, অনতিবিলম্বে বাংলাদেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো ও সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি, দেশে ভারতীয় পণ্য বর্জনের দাবি ও দেশের মুসলমানদের প্রতি বিশ্বনবী (স.) এর সীরাতচর্চা ব্যাপক করার দাবি জানানো হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302