• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ সফলে যুব আন্দোলনের লিফলেট বিতরণ

admin
প্রকাশিত জুন ১৫, ২০২২
ইসলামী আন্দোলনের বিভাগীয় মহাসমাবেশ সফলে যুব আন্দোলনের লিফলেট বিতরণ

আসন্ন ২৯ জুন সিলেট রেজিস্টারী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুন) বৃষ্টিময় আবহাওয়া উপেক্ষা করে নগরীতে লিফলেট বিতরণ করে দাওয়াতী কার্যক্রম অব্যাহত রাখা হয়।

ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরীর নেতৃত্বে সিলেট নগরীর হাসান মার্কেট, কুদরতুল্লাহ মার্কেট ও লালদিঘীর পাড়সহ আশপাশ এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক, সহ-সভাপতি মুহাম্মাদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমানসহ যুব আন্দোলনের নেতৃবৃন্দ।