• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৬ দফা দাবিতে চালক সংগ্রাম পরিষদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

admin
প্রকাশিত জুন ১৫, ২০২২
৬ দফা দাবিতে চালক সংগ্রাম পরিষদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে ৬দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুন) দুপুর ২টায় ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি শহীদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আহমদ এর সঞ্চালনায় স্বাক্ষর সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, ইলেকট্রিক সাপ্লাই শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, লতিফুর রহমান, রায়হান আহমেদ, রাহেল, ইব্রাহিম মিয়া, সুমন মিয়া, আশরাফুল ইসলাম, ওয়াকিবনুর, রমজান আলী প্রমুখ।

স্বাক্ষর সংগ্রহ অভিযান উদ্বোধনের সময় আবু জাফর বলেন, নানা বাধা, হামলা-মামলা, জেল-জুলুম, ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ে মহাসড়ক ব্যতিত সর্বত্র ব্যাটারিচালিত যানবাহন চলাচলের আদেশ প্রদান করেন। চালক সংগ্রাম পরিষদ দীর্ঘ ১০ বছর থেকে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স প্রদানের জন্য আন্দোলন করে আসছে। সুপ্রিম কোর্টের রায়ের পর সরকার প্রস্তাবিত ‘থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যাবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’ দ্রæত কার্যকর করতে আর কোন আইনগত বাধা নেই।

আবু জাফর বলেন, সুপ্রিম কোর্টের রায়ে পরও সিলেট নগরীতে ব্যাটারিচালিত যানবাহন ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানি- আটক -পূর্বের ৫শত টাকার পরিবর্তে ৩হাজার টাকা রেকার বিল করে শ্রমিকদের প্রতি অমানবিক ও অন্যায্য আচরণ করা হচ্ছে।

সংগঠনের উপদেষ্টা আবু জাফর অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহন আটক বন্ধ,রেকার বিল ৩হাজার টাকার পরিবর্তে পূর্বের মতো ৫শত টাকা করার দাবি জানান।এবং ৫জুলাই ৬দফা দাবিতে যোগাযোগ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।