একুেশে নিউজ ডেস্ক : সিলেটে ভয়াবহ বন্যা থেকে মুক্তির জন্য গণদোয়ায় শরীক হতে ২২ জুন বুধবার সকালে সিলেট আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
আমিরের আগমন উপলক্ষে সোমবার (২০ জুন) রাত ১০টায় আইএবি সিলেট জেলা ও মহানগর কার্যলয় এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়।
জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও সহ প্রশিক্ষন সম্পাদক মুফতী দেলওয়ার হোসেন সাকী।
এদিকে ঐ দিন সোমবার সারাদিন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নেতৃত্বে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন জায়গায় ত্রান সামগ্রী বিতরণ করে রাতে বৈঠকে মিলিত হন। পীর সাহেব চরমোনাই এর আগমনে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করে সুনামগঞ্জ ও সিলেটের হরিপুর এলাকায় পৃথক দুটি দোয়া মাহফিলে উপাস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302