একুশেনিউজ ডেস্ক:: ১বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেছেন, দেশের অন্যতম রেমিট্যান্স সাপোর্ট দেয়া সিলেট বিভাগের মানুষ আজ ভালো নেই। দেশের জনগনকে ভ্যাট ট্যাক্স সবই কড়ায় গন্ডায় পরিশোধ করতে হয় অথচ জনগনের বিপদের দিনে সরকারকে পাশে পাচ্ছে না মানুষ। সরকারের বদলে জনগনকেই আবার মাঠে নামতে হচ্ছে। সিলেটের মানুষ যখন বন্যার পানিতে ভাসছে, সরকার তখন পদ্মা সেতু নিয়ে উল্লাসে ব্যস্ত রয়েছে।
শুক্রবার (২৪ জুন) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট জেলা জাসাসের পক্ষ থেকে ত্রান বিতরনে এসে জাকির হোসেন রোকন এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বিশুদ্ধ পানি নেই। সরকারি ত্রানের দেখা মিলছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে কেউ ত্রাণ নিয়ে গেলে ক্ষুধার্ত মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ে। অথচ সরকার পদ্মা সেতু নিয়ে উল্লাসে ব্যস্ত, কোটি কোটি টাকা খরচ করছে। ঠিক যেনো রোম যখন পুড়ছিলো নিরু তখন বাশি বাজাচ্ছিল। অর্থাৎ সিলেট যখন ভাসছে নিশি রাতের সরকার তখন উল্লাস করছিলো।
তিনি বলেন, ভারত থেকে আসা পানির কারনে দেশে প্লাবন দেখা দিয়েছে। বানবাসী মানুষকে লাল সংকেত দেখিয়ে ঘরবাড়ি ছাড়তে বলা হয়েছে। তারপরও সরকার বলে দিল্লি তাদের পরম বন্ধু। দিল্লীর কাছ থেকে পরামর্শ ও কৌশল শিখতে চায় আওয়ামী লীগের মন্ত্রীরা। এই সরকারেরও বিদায় ঘন্টা বেজে গেছে।
জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান ও সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানুর যৌথ পরিচালনায় ত্রান কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার জাবেদ আহমদের কিসলু, এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, কেন্দ্রীয় সদস্য আহসান হাবীব, শিহাব উদ্দিন খান, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, সিএম আরিফ আব্দুল্লাহ, আদনান আহমেদ চৌধুরী, এনামুল হক, মহানগর যুগ্ম আহবায়ক রাসেল আহমদ রানা, মহানগর যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ, জেলা যুগ্ম আহবায়ক সাইদ মেহদী সাদী, কালাম আহমেদ, লিটন আহমেদ, মুক্তাদির আলম, জেলা ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজমল হোসেন অপু, গোয়াইনঘাট উপজেলা জাসাসের আহবায়ক কামরুজ্জামান মুকুল, সদস্য সচিব আমীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302