
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা শহর থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় এলডিপি নেতা ফজলুল করিম। তিনি স্থানীয় বীরদল ছোটফৌর্দ গ্রামের জয়নাল উদ্দিনের পুত্র। ২৫ জুন শনিবার বেলা ৩টার দিকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে আওয়ামী লীগের স্থানীয় একদল সন্ত্রাসী এই হামলা চালায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। ফজলুল করিম লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক।
জানা যায়, গত ২৫ জুন শনিবার দুপুরে কানাইঘাট উপজেলা শহরে স্থানীয় এলডিপির উদ্যোগে আওয়ামী লীগ সরকারের খুন, গুম, দুর্নীতি এবং অপশাসনের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভা শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় এলডিপি নেতা ফজলুল করিম। বিকাল ৩টার দিকে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে যাওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার আজমলের নেতৃত্বে ৫/৬ জনের একটিদল তার পথরোধ করে। সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে এবং কোনকিছু বুঝে উঠার পূর্বেই তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের সাথে থাকা দেশীয় অস্ত্র লাঠি, হকিস্টিক ও লোহার রড দিয়ে তাকে বেদড়ক মারধর করে। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। এসময় প্রাণ বাঁচাতে সে চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বর্তমানে ঐ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম ফজলুল করিম বলেন, স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার আজমলের নেতৃত্বে নাসির উদ্দিন খান, ফাহাদসহ ৫/৬ জনের একটি দল রাজনৈতিক পূর্ব বিরুধের জের ধরে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। মহান আল্লাহর কৃপায় স্থানীয় লোকজন এগিয়ে আসায়, এ যাত্রায় আমি প্রাণে রক্ষা পেয়েছি।