• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২২
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে ৫ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক::
সিলেটে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে হিসেবে প্রতি পরিবার পাবে ১০ হাজার টাকা করে।

রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে বন্যাত্তোদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.মজিবুর রহমান।

জেলা প্রশাসক বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলা ৫টি পৌরসভা বন্যা কবলিত হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিনিয়িত আমাদের খোঁজখবর নিচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের জন্য প্রাথমিকভাবে এই বরাদ্দ দেয়া হয়েছে। ৪জুলাই থেকে বরাদ্দের টাকা বিতরণ শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, উপজেলা নিবার্হী অফিসারদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ হাজার ব্যক্তি যাদের ঘর-বাড়ি বিধস্ত বা আংশিক হয়েছে সেই সকল দরিদ্র মানুষের তালিকা আমরা পেয়েছি। আমিসহ উপজেলা অফিসার ও ইউনিয়ন চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের হাতে টাকা তুলে দেব।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।