একুশে নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের পূর্ব মহিষখের গ্রামে পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের জের ধরে দেবরের হামলায় আপন ভাবী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মহিলার নাম রহিমা বেগম (৪৬)। তিনি পূর্ব মহিষখের গ্রামের মাওলানা আলাউর রাহমানের স্ত্রী।
জানা যায়, গত বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা দেড়টার দিকে আলাউর রাহমানের দখলীয় জায়গায় বাড়ী নির্মান করতে গেলে হামলার সূত্রপাত।
মামলার এজাহার থেকে জানা যায়, মামলার বাদীর সাথে বাড়ীর জায়গা নিয়া দীর্ঘদিন থেকে তাহার আপন ছোট ভাই আতাউর রহমান উরফে আতই গংদের সাথে বিরোধ চলছিলো। বাদী এজাহারে উল্লেখ করেন, তাহার কোন ছেলে সন্তান নাই। তিনি পেশায় একজন মসজিদের ইমাম। তাহার কোন ছেলে সন্তান না থাকায় আসামীরা বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসিতেছে। বাদীর পৈত্রিক সম্পত্তি জোরদখল করে ভোগ দখল করার উদ্দেশ্যে বাদীকে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসিতেছে। এই বিষয় নিয়া এলাকায় একাধিক বার সালিশ বৈঠক হয়েছে। এসময় আসামীদের উপস্থিতিতে আমাদের পৈত্রিক সম্পত্তি বন্টন করে সীমানা নির্ধারন করে দেন। সর্বশেষ ৭ জুলাই আমি আমার জায়গার অংশে বাড়ী নির্মানের মালামাল নিয়া গেলে আসামীরা দেশীয় অস্ত্র দা, রামদা, লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে বে -আইনি জনতাবদ্ধ মিলে আমার বসত ঘরে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। হামলায় আমি ও আমার স্ত্রী আহত হই। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, এই ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ আসছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302