একুশেনিউজ ডেস্ক::
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বন্ধু ফাউন্ডেশন অব সোশাল অর্গানাইজেশন সিলেট এর পক্ষ থেকে সিলেট জৈন্তাপুর উপজেলার বিলাইমারা, মুক্তাপুর, মাউথ হাতি ও ২ নং দরবস্ত ইউনিয়নের গরদনা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে আজ শনিবার (৯ জুলাই) বিকেলে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বন্ধু ফাউন্ডেশন অব সোশাল অর্গানাইজেশন সিলেট এর চেয়ারম্যান শাহ মো. ফজলুল কাদির সিদ্দিকি পারভেজ ও ফাউন্ডেশনের সদস্য আরিফুল ইসলাম, আব্দুল আহাদ সুফি, ইশতিয়াক আহমদ আব্দুর রকিব মেম্বার, উবায়দুর রহমান সজিব প্রমুখ।
এই সময় বন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান কাদির সিদ্দিকী পারভেজ বলেন বন্যায় উদ্বাস্তু বানবাসি মানুষের পাশে সব সময় আমরা আছি, থাকব এবং ঈদ পরবর্তী সময়ে আমরা বন্যায় ঘর-বাড়িহীন মানুষের জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবো ইনশাআল্লাহ
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302