
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় রাতের আঁধারে এলডিপির স্থানীয় নেতা ও ঢাকা দক্ষিণ বাজারের ব্যবসায়ী মোঃ রুহুল আমিন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১০ জুলাই রবিবার রাত ১০টার দিকে স্থানীয় নালিউরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটে। আহত মোঃ রুহুল আমিন এলডিপি ৮নং ভাদেশ্বর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ও স্থানীয় হাওয়র তলা গ্রামের মোহাম্মদ মকছিল মিয়া জইন এর পুত্র।
জানা যায়, ঘটনার দিন রাতে ঢাকা দক্ষিণ বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন মোঃ রুহুল আমিন। রাত ১০টার দিকে স্থানীয় নালিউরি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে যাওয়ার পর পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা ৭/৮ জনের একদল লোক তার পথরোধ করে। কোনকিছু বুঝে উঠার পূর্বেই ঐ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র লাঠি, রামদা, হকিষ্টিক ও ধারালো চাকু দিয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক এলোপাতাড়ি মারধর করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালী কেটে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। এ সময় প্রাণ রক্ষার্থে ভিকটিম মোঃ রুহুল আমিন চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসে। লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট শহরস্থ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে আহত ভিকটিম মোঃ রুহুল আমিন হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানান, রাজনৈতিক পূর্ব শত্র“তার জের ধরে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী জহির উদ্দিন ও রুমেলের নেতৃত্বে ৭/৮ জনের একদল লোক তার উপর এই হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, কিন্তু চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসায় এ যাত্রায় তিনি বেঁচে গেছেন।