গোলাপগঞ্জ প্রতিনিধি : গত ১৮-০৭-২০২২ইং তারিখে বিএনপির নেতা তারেক রহমনাকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে সমাবেশ শেষে ৬নং ঢাকা দক্ষিণ ইউ/পি ছাত্রদলের সহ সাধরণ সম্পাদক সাব্বির আহমদ কবির তার কর্মী-সমর্থকদের নিয়ে বাড়ি ফিরার পথে গড়িতে উঠার সময় বিকাল আনুমানিক ৫টায় হাঠাৎ সাব্বির আহমদ কবির এর উপর ছাত্রলীগ সভাপতি ফয়জুল ইসলাম (সুমন) এর নেত্বীতে এক দল সন্ত্রীরা রড,লাঠি সটা ও দেশীয় বিদেশী অস্ত্র দিয়ে তারা আক্রমন করে।
তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে আক্রমন করে একজন পিছন থেকে রড় দিয়ে তার মাথায় আঘাত করলে মাতা দিয়ে সাথে সাথে রক্ত বের হয় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।তাকে তার কর্মী সমর্থকরা হসপিটালে নিয়ে যায়। এখন সে চিকিৎসাদিন অবস্থায় মেডিকেল আছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302