• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাইজভাগ গ্রামে বিদ্যুৎ ট্রান্সফর্মার কর্মীর মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা!

admin
প্রকাশিত জুলাই ২২, ২০২২

স্টাফ রিপোর্টার : গত বুধবার সিলেট বিভাগে মারাত্মক ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘুর্ণিঝড়ের কারণে সিলেট জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অভিযোগ রয়েছে যে, মাইজভাগ গ্রামে বিদ্যুৎ উন্নয়নবোর্ডের লাইনম্যান ট্রান্সফর্মার মেরামত করতে গিয়ে বিদ্যুৎ শর্ট খেয়ে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহত ইমন (২৯) মোগলাবাজার থানার টাকিরমহল গ্রামের মোহাম্মদ ইবাদুল্লাহর ছেলে।

মৃতের পরিবার অভিযোগ করেন যে, দুর্ঘটনার সময় তাঁর ছেলে ইমন ছুটিতে ছিল বিধায় তার কাজ করার কোন কথা ছিলনা। কিন্তু অত্র বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত মাঠকর্মী মোহাম্মদ আখতার হোসেন জোরপূর্বক তাকে কাজে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তিনি তা অস্বীকার করলে চাকুরী বাতিলের ভয়ভীতি দেখালে সে ঘুর্ণিঝড়ে নষ্ট হয়ে যাওয়ায় ট্রান্সফর্মার মেরামতের জন্য যায়। বিদ্যুৎ লাইনে টান্সফর্মারে মেরামত করাকালীন সময়ে পূর্ব পরিকল্পিত ভাবে লাইন বিদ্যৎ সংযোগ প্রদান করলে ইমন বিদ্যুৎ শর্ট হয়ে মাঠিতে লুঠিয়ে পড়ে। পরবর্তী তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহতের পিতা বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৪/১৭৬।