• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে জামাত-শিবিরের সাথে পুলিশের মারামারি: বাসে আগুন, গ্রেফতার ১

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২২

ছাতক প্রতিনিধি : গতকাল (২৬ জুলাই) সুনামগঞ্জ জেলার ছাতক বাজারের পৌর পয়েন্টে জামাত শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামাত শিবিরের নেতাকর্মীরা একটি পাবলিক বাসে আগুন ধরিয়ে দিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিভৃত করার চেষ্টা করিলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ বেধে যায় । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গুলি বর্ষণ ও টিয়াসেল নিক্ষেপ করিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলে এ সময় পুলিশ শিবিরের একজনকে গ্রেফতার করে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার বিষয় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। একটা সময় তারা একটি পাবলিক বাসে আগুন ধরিয়ে দেয় । ইতিমধ্যে ছাতক থানার এস.আই বাদী হয়ে ১৫ জনের নাম ও অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ১। মনির উদ্দিন, ২। মো: করিম মিয়া, ৩। মো: বাবুল, ৪। মো: আল-আমিন, ৫। ইকরাম আলী, ৬। জাহাঙ্গীর আলম, ৭। কাইয়ুম আহমদ সহ প্রমুখ। আসামিরা সবাই ছাতক উপজেলার আশেপাশে এলাকার বাসিন্দা। তিনি আরো বলেন আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।