নিজস্ব প্রতিবেদক : এলাখ মিয়া হত্যা মামলার ৩নং আসামী মান্না কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান গোপন সংবাদের ভিক্তিতে ৩০/০৭/২০২২ইং রোজ শনিবার রাত আনুমানিক ১১.২৫ মিনিটের সময় জগন্নাথপুর উপজেলার মকরমপুর গ্রাম থেকে মান্না কে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে থানা হাজতে এনে ব্যাপক জিজ্ঞাসা বাদ করা হয়। এবং হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে পাশাপাশি বিষন দেব ও তার ভাইয়ের কথা স্বীকার করে। মামলার স্বার্থে এই মুহূর্তে আর কোন তথ্য বলা যাবেনা বলে জানান তিনি।
অন্যান্য আসামীদের বিষয়ে জানতে চাইলে বলেন তাদের কে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীগ্রই সব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য যে বিগত ২০/০৭/২০২২ ইং তারিখে সংঘর্ষে এলাখ মিয়া নিহত হয়েছিলেন।
নিহতের পিতা আকরম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহার নামীয় ৩নং আসামীকে গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302