• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে জাহেদ আহমদের পদত্যাগ

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২২
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে জাহেদ আহমদের পদত্যাগ

একুশে নিউজ ডেস্ক : সদ্য ঘোষিত ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ। তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক ছিলেন। গত ১৭ জুন ২০২২ তারিখে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসাদের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের সাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে গোলাম মাহমুদ আজমকে আহবায়ক ও মোহাম্মদ আলী চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়।

গত সোমবার ১৮ জুলাই ২০২২ তারিখে জাহেদ আহমদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন। তাহার বিবৃতিটি হূবহূ তুলে ধরা হলো, আমি বাংলাদেশ জাতীয়তাবদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী। আমি ২০০১ সালে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের একজন কর্মী ছিলাম। যার ফলপ্রশ্রতিতে ২০১৬ সালে গঠিত সিলেট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে আমাকে সমাজসেবা সম্পাদক দেওয়া হয়। বিগত ৫ বছর ধরে আমি ফ্রান্সে স্থায়ীভাবেন বসবাস করছি এবং ফ্রান্সে আমি জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বিগত কিছুদিন পূর্বে ফ্রান্সে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠিত হয়। কিন্তু ফ্রান্সে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনে কোন ধরনের চেইন অব কমান্ড মাত্রা হয়নি। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কোন সামঞ্জস্য না রেখে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে মনগড়া উক্ত কমিটি দেওয়া হয়। তাই আমি জাহেদ আহমদ ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে ও অন্যের প্ররোচনায় প্রভাবিত না হয়ে পদত্যাগ করিলাম।

জাহেদ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগের বিষয়ের সত্যতা স্বীকার করেন এবং পদত্যাগের বিষয়ে বলেন, সিনিয়র জুনিয়র না মেনে ও যারা কোনদিন বাংলাদেশে রাজনীতি করেন নাই তাদের আমার উপরে পদ পদবী দিয়ে এবং ত্যাগিদের অবমূল্যায়ন করে উক্ত কমিটি রাতের আধারে ঘোষণা করা হয়েছে। তিনি শীঘ্রই কেন্দ্রীয় সংসদের নিকট তাহার পদত্যাগ পত্র পাঠাবেন বলে জানান।