• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে পরিবারিক বিরোধ: অপহরণ নয়, জালালকে ভর্তি করা হয়েছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২
সিলেটে পরিবারিক বিরোধ: অপহরণ নয়, জালালকে ভর্তি করা হয়েছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

একুশেনিউজ ডেস্ক :: সিলেট নগরীর বাদাম বাগিচা ৫৫/১ নম্বর বাসার মৃত রাজা মিয়ার ছেলে জালাল আহমদ নামের এক যুবককে অপহরণ করা হয়েছে বলে তার ভাই কামাল হোসেন অভিযোগ করেছেন। কিন্তু মা রানী বেগম জানিয়েছেন, তার ছেলে মাদকাসক্ত ও অনৈতিক কাজে জড়িত থাকার কারণে তাকে নগরীর পাঠানটুল এলাকার প্রেরণা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছেন। পুলিশ ও নিরাময় কেন্দ্রের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিতও হওয়া গেছে। পারিবারিক বিভিন্ন বিরোধের জেরে পাল্টাপাল্টি এমন অভিযোগ করা হচ্ছে বলে পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

রাজা মিয়ার ৭ ছেলের মধ্যে জালাল সবার ছোট। তাকে গত ১৯ আগষ্ট রাতে আম্ভরখানা-সাপ্লাই রোড থেকে অপর ভাই বিলাল ও ইলাল আহমদের সহায়তায় অপহরণ করা হয় বলে কোতোয়ালি থানায় মামলা করতে যান ভাই কামাল হোসেন। কিন্তু অভিযোগের সত্যতা না থাকায় থানা পুলিশ মামলা নেয়নি। ফলে পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন কামাল হোসেন। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান জানিয়েছেন, তাদের মধ্যে পারিবারিক সমস্যা চলছে। মাদকাসক্তের অভিযোগে তার মা রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়েছেন। অপহরণের বিষয়টি সঠিক নয়। প্রেরণা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক শেখ ফারুক আহমদ জানিয়েছেন, জালালকে তার মা ভর্তি করিয়েছেন। এখনও তিনি ভর্তি রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে গেছে। জালালের মা রানী বেগম আরও জানান, তার ছেলের নৈতিকস্খলনসহ মাদকাসক্তির কারণে তিনি রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়েছেন। মা হয়ে ছেলের ক্ষতি তিনি চান না। কলোনীতে নানা উৎপাত ও মাদক সেবনের কারণে তিনি ছেলের কারণে অতিষ্ট। ভাই ইলাল আহমদ জানান, জালালকে কেউ অপরহরণ করেনি। মাদকাসক্ত থাকায় ভর্তি করা হয়েছে।

জালাল আহমদের বড় ভাই ইলাল আহমদ বলেন গত ২৪ আগস্ট বুধবার সিলেটের একটি অনলাইন পোর্টাল এ বিষয়ে যে একটি সংবাদ প্রকাশ করেছ তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।