
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গত ০১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক সমাবেশের আয়োজন করে। স্থানীয় সূত্রে জানা যায় মিছিল কারীরা ফেস্টুনের সাথে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র সাথে নিয়ে কুলাউড়া ডাক বাংলো থেকে মিছিল বের করে। পুলিশ এ সময় তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষের বেধে যায়। ঘটনার বিষয়ে কুলাউড়া থানার এস.আই, নজরুল ইসলাম খাঁন আমাদের প্রতিনিধিকে জানান, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স সংগে নিয়ে মিছিলে বাধা সৃষ্টি করলে আন্দোলনকারীরা তাদেরকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্র, রাম দা, ইত্যাদি দিয়ে পুলিশের উপর হামলা চালায় এবং বেশ কিছু দোকানপাঠ ও গাড়ী ভাংচুর করে। দুষ্কৃতিকারীদের হামলায় তিনি সহ আরো কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে ঘটনাস্থলে আরো পুলিশ সদস্য মোতায়েন করা হলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত পুলিশ অফিসারগণের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিষয়ে কুলাউড়া থানার এসআই সাব্বির হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম ও অজ্ঞাতনামা ১০/১৫ উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং- ০৪, জি.আর ১৬২/২০২২ইং (কুলাঃ) এবং এর এজহারে উল্লেখিত আসামীগণ ১। মোহাম্মদ আব্দুল্লাহ তাহলিল (২৩), পিতা: মোহাম্মদ আব্দুল মান্নান, সাং- নন্দনগর, ২। ফজলুল করিম (১৮), পিতা: ফেরদৌস আলী, সাং- কাদিপুর, ৩। সফিকুল ইসলাম টিপু (২৬), পিতা: মোহাম্মদ সোনাওর মিয়া, সাং- কর্মধা, ৪। ফাহিম মুনতাছির অমি (২৩), পিতা: মোস্তাক আহমদ, সাং- হাজীপুর, ৫। মোঃ আং রশিদ (২৫), পিতা: আব্দুল কুদ্দুছ, সাং- সুলতানপুর, ৬।আহমেদ ফয়সাল (২৩), পিতা: মোঃ দুদু মিয়া, সাং- উত্তর বাজার, ৭। শামীম চৌধুরী (২০), পিতা: মৃত সালেহ্ উদ্দিন চৌধুরী, সাং- রবিরবাজার, ৮। আব্দুস শহিদ (২৪), পিতা: ছিদ্দেক আলী, সাং- কর্মধা, ৯। তানজির আলম (২১), পিতা: ছয়ফুল আলম, সাং- বিজলী, ১০। মোঃ সায়েদুর রহমান (২৪), পিতা: অজ্ঞাত, সাং- আদমপুর, ১১। জুনায়েল ইসলাম (২০), পিতা: নজরুল ইসলাম, সাং- পূর্ব ফটিগুলী, ১২। আং সালাম (২৭), পিতা: আনোয়ার হোসেন, ১৩। জয়নাল মিয়া তরফদার (২০), পিতা: জয়নাল মিয়া তরফদার, উভয় সাং- লংলা, ১৪.। মাসুদ আলী (২৫), পিতা: মতিন মিয়া, সাং- কাদিপুর, ১৫। আব্দুল জলিল (২৭), পিতা: মিন্টু মিয়া, সাং- ফরিদপুর, সর্ব থানা: কুলাউড়া, জেলা: মৌলভীবাজার।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ম মো: শামীম মুসা মুঠোফোনে জানান, কয়েকজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিগণকে গ্রেফতার করার জন্য অভিযান অভ্যাহত রয়েছে।