বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবু তাহের নাইম নামের এক ছাত্রদল নেতার মোটরবাইকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রদল।
দলীয় সূত্রে জানাযায়, গতকাল (১ সেপ্টেম্বর) বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল। অনুষ্ঠান চলাকালীন সময়ে বাইরে থেকে এসে কিছু দুর্বৃত্ত হামলা করে ভন্ডুল করে অনুষ্ঠানটি। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং নির্রহ নেতাকর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে মঞ্চ ভাঙচুর করে।
এরপর দুর্বৃত্তরা অডিটোরিয়ামে বাইরে থাকা একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। মোটরবাইকটি ছিল ছাত্রদল নেতা আবু তাহের নাইমের। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা কিন্তু তাকে না পেয়ে তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ হামলাকারীরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছে পুলিশের কাছে। এবং ছাত্রদল এই ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে এবং তাদের বিরুদ্ধে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে যে, তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই ঘটনার ফলে বিয়ানীবাজার কলেজে উত্তেজনা বিরাজ করছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302