• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীর খাসদবির এলাকার ব্যবসায়ী মনির হত্যা: থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২
সিলেট নগরীর খাসদবির এলাকার ব্যবসায়ী মনির হত্যা: থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর খাসদবির এলাকায় সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয়েছেন ব্যবসায়ী মোঃ মনির হোসেন। গত (১৮ সেপ্টেম্বর ২০২২) ইং তারিখ রাতে এ ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (৪০) খাসদবির এলাকার করিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১ ঘটিকার সময় মনির হোসেন আম্বরখানা বাজার হতে বাড়ি ফেরার পথে খাসদবির এলাকায় আসামাত্রই ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা মনির হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আশপাশের লোকজন রক্তাক্ত মনিরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মনির হোসেন হত্যার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মনির হোসেন খুনের পরদিন (১৯ সেপ্টেম্বর) নিহতের পিতা করিম মিয়া বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।মামলার আসামী হলেন, নয়ন, লিমন, তোফায়েল, অজ্ঞাতনামা আরো ২ জন।

এবিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন নিহত মনির হোসেন খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।