বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামে বসত বাড়ির ভূমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পাশের বাড়ির প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র ৩ জন আহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় পৌরসভার খাসা গ্রামের মোঃ হেলাল উদ্দিন এর বাড়িতে এই ঘটনাটি ঘটে। প্রতিপক্ষের হামলায় মোঃ হেলাল উদ্দিন এবং তার পুত্র উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ মারুফ আলম মঞ্জু ও রেজাউস সামাদ সাজু আহত হন। পরে প্রতিবেশী লোকজন আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিকে প্রেরণ করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা মাসুম খাঁ গং এই হামলা চালিয়েছে।
জানা যায়, মোঃ হেলাল উদ্দিন এর বসত বাড়ির সীমানা ঘেঁষা বাড়ির মালিক আওয়ামী লীগ নেতা মাসুম খাঁ গং। মোঃ হেলাল উদ্দিন এর পুত্র মোঃ মারুফ আলম মঞ্জু আওয়ামী লীগের প্রতিপক্ষ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার সুবাধে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধও বিদ্যমান। এই অবস্থায় দীর্ঘদিন থেকে মাসুম খাঁ গংরা দাবী করে আসছে হেলাল উদ্দিন এর বাড়িতে তাদের মালিকানাধীন ভূমি রয়েছে। তাই তারা এই ভূমির দখল নিতে চায়, কিন্তু তারা বৈধ কোন দলিলপত্র দেখাতে পারেনি। এদিকে হেলাল উদ্দিন দাবী করেন বৈধ পন্থায় পৈত্রিক মালিকানা সূত্রে পাওয়া তার বসত বাড়ির ভূমি প্রতিপক্ষ মাসুম খাঁ গংরা অবৈধ ভাবে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে গায়ের জোরে জবর দখল করে নিতে চাচ্ছে। তারা মারধরসহ নানা ভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে এই ভূমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। ঘটনার দিন দুপুর ১২ টার দিকে মাসুম খাঁ তার ভাই ভাতিজা ও আওয়ামী লীগের স্থানীয় ক্যাডারসহ ১০/১২ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ হেলাল উদ্দিন এর বাড়িতে যায়। তারা পূর্ব থেকে দাবী করা বিরোধ পূর্ণ ভূমি জোরপূর্বক জবর দখল করতে গেলে মোঃ হেলাল উদ্দিন ও তার ২পুত্র বাধা দেয়। এ সময় মাসুম খাঁর নির্দেশে তার বাহিনীর লোকজন মোঃ হেলাল উদ্দিন ও তার পুত্রদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রড ও হাত-পা দিয়ে তাদেরকে বেদড়ক মারধর করে। লোহার রডের আঘাতে মোঃ হেলাল উদ্দিন এর মাথা ফেটে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। এছাড়া মোঃ মারুফ আলম মঞ্জু ও রেজাউস সামাদ সাজুর সারা শরীরে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। এই অবস্থায় প্রাণ রক্ষার্থে তারা চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদেরকে রক্ষা করেন। পরে প্রতিবেশীরা আহত পিতা-পুত্র ৩জনকে উদ্ধার করে পৌরশহরের আলফা পলি ক্লিনিকে নিয়ে যান। এ ক্লিনিকে তাদের চিকিৎসা চলছে।
ক্লিনিকে চিকিৎসাধীন আহত মোঃ হেলাল উদ্দিন বলেন, আমার পিতার রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তির বৈধ মালিক আমরা। এই বাড়িতে যুগ যুগ ধরে আমার পিতা-দাদা বসবাস করে আসছেন। কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শক্তি ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠা মাসুম খাঁ তার ভাই ভাতিজা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে গায়ের জোরে আমাদের বসতবাড়ির ভূমি জবর দখল করে নিতে চাচ্ছে। আমার ছেলে মোঃ মারুফ আলম মঞ্জু ছাত্রদলের রাজনীতি করার কারনে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ নেতা মাসুম খাঁ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমার বাড়ির জমি দখল করে নিতে চাচ্ছে। এই বিষয়ে বাড়াবাড়ি করলে আমার ছেলে মোঃ মারুফ আলম মঞ্জুকে প্রাণে মেরে ফেলার হুমকীও দিয়েছে মাসুম খাঁ। আজ তারা পরিকল্পিত ভাবে আমাদের প্রাণনাশের উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। প্রতিবেশী লোকজন ছুটে না আসলে সন্ত্রাসীরা আজই আমাদেরকে প্রাণে মেরে ফেলত। এই অবস্থায় এখন আমরা চরম আতংকের মধ্যে রয়েছে। এদেশে এখন আইন-কানুন, পুলিশ সব আওয়ামী লীগের নিয়ন্ত্রনে। তাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্ধিগ্ন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302