বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় চাচাতো বোনকে অপহরণ করে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে জাবির হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর ) তিনি যুক্তরাজ্যে গিয়ে পৌঁছেন বলে জানা গেছে। কিন্তু অপহৃত তরুণী কোথায় আছেন তা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জাবির হোসেন কিছুদিন পূর্বে তার আপন চাচাতো বোন সুহাদাকে অপহরণ করে পালিয়ে যাওয়ার পর তার আর খোঁজ মিলেনি। সুহাদাকেও অনেক খোঁজাখোজির পরও পায়নি তার পরিবার। প্রশাসনের তৎপরতাসহ স্থানীয়দের প্রচেষ্টায় ও উদ্ধার করা যায়নি অপহৃত তরুণী সুহাদাকে।এতে তার পরিবার ও স্বজনরা উৎকন্ঠায় দিন পার করছেন।
এদিকে জাবির যুক্তরাজ্যে পালিয়েছেন বলে এলাকায় গুঞ্জন শুনা যাচ্ছে। জাবির যুক্তরাজ্যে পৌঁছার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট করেছে বলে এলাকাবাসীরা জানায়। তারা আরোও জানায় থানায় মামলা হওয়ার কারনে জাবির গ্রেফতার হওয়ার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
উল্লেখ্য যে, সুহাদার আপন চাচাতো ভাই জাবির হোসেন দীর্ঘদিন থেকেই তাকে কুপ্রস্তাব দিত।রাস্তাঘাটে চলাফেরার সময় পথ রোধ করে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে প্রেম নিবেদন করতো।প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সুহাদাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে হুমকি দিত।এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। বিষয়টি গ্রামের স্থানীয় মুরব্বিরা বার বার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার জাবির হোসেন তার চাচাতো বোনকে অপহরণ করে পালিয়ে যায়।অনেক খোঁজার পরও পাওয়া যায়নি তাদের।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান,অপহরণকারী জাবির যুক্তরাজ্যে পালিয়েছে বলে আমরা খবর পেয়েছি।আমরা তাকে খুব দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি ও অপহৃত তরুণীকে খুঁজে বের করার জন্য আমাদের বিশেষ ফোর্স চেষ্টা চালিয়ে যাচ্ছে।আশা করছি খুব দ্রুত তাকে পাওয়া যাবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302