• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

লন্ডন প্রবাসী হিন্দু যুবকের বাসায় পুলিশের তল্লাশী, বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২
লন্ডন প্রবাসী হিন্দু যুবকের বাসায় পুলিশের তল্লাশী, বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামে এক লন্ডন প্রবাসী হিন্দু যুবকের বাসায় গভীর রাতে সাদা পোশাকধারী পুলিশের তল্লাশী ও তার বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন লন্ডন প্রবাসী হিন্দু যুবক সৌরভ চৌধুরীর চাচা বিনয় ভূষণ চৌধুরী (৪৭)।

বিনয় ভ‚ষণ চৌধুরী সাংবাদিকদের জানান, ভোর রাত ৪টার দিকে সাদা পোশাকধারী একদল পুলিশের সাথে স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সৌরভের বাসায় এসে জোরপুর্বক দরজা ভেঙ্গে ঢুকে যায়। তারা সৌরভের বিভিন্ন ডকুমেন্ট খোজার নামে বাসায় ভাংচুরের তান্ডব চালায়। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সৌরভের বিষয়ে তার পরিবারে সদস্যদের অযথা হয়রানিমূলক জিজ্ঞাসাবাদ করে। তবে, পুলিশ সদস্যদের সাথে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীর কর্মী সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা বাসায় থাকা কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালিংকার, নগদ টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল লূটপাট করতে থাকেন। এতে আমার ভাতিজা সৌরভের পিতা রথীন্দ্র চৌধুরী বাধা প্রদান করলে পুলিশের সামনেই তাকে মারধর করেন ঐসব ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা সৌরভের পরিবারে সদস্যদের হুমকি ও পিতাকে মারধরের ফলে উনি অসুস্থ হয়ে পড়েন। সকাল নয়টায় রথীন্দ্র চৌধুরীর শারিরীক অবস্থা হঠাৎ করে অবনতি হলে আমরা তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করি। ডাক্তার চেকআপ করে জানান তিনি হার্ট এট্যাক করেছেন। তাকে দ্রæত আইসিসিউতে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনাসুত্রে জানা যায়, সৌরভ চৌধুরী দেশে থাকা অবস্থায় হিন্দু বোদ্ধ খ্রীস্টান নামক সংখ্যালঘুদের দাবী আদায়ের নিমিত্তে গঠিত একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন। ২০২১ সালে দেশব্যাপি আলোচিত শাল্লা উপজেলার ঝুমন দাসকে গ্রেফতার ও হিন্দুপল্লীতে হামলা ও আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীকে নিয়ে ফেইসবুকে পোস্টের কারণে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। ঐ বছরের ৫ই এপ্রিল তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। দীর্ঘ তিন মাস হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরবর্তীতে লন্ডনে পাড়ি জমান সৌরভ চৌধুরী। লন্ডনে বসে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন সৌরভ চৌধুরী। গত ৩১শে আগস্ট ফেইসবুকে একটি পোস্টের জের ধরেই পুলিশ তার বাসায় তল্লাশী চালিইয়েছে বলে জানা গেছে।

এদিকে দিরাই থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, সৌরভ চৌধুরীর উস্কানিমূলক পোস্টের জের ধরে পুলিশ থানার রুটিন কাজ হিসেবে একটি টিম অভিযুক্তর বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে। ফেইসবুক থেকে এসব পোস্ট মুছে ফেলার জন্য পরিবারের সদস্যদের মৌখিকভাবে সাবধান করেছে বলে জানান তিনি। তবে কোন হুমকি ধামকি বা মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না বলেই আর কোন প্রশ্নের জবাব না দিয়েই কল কেটে দেন। পরবর্তীতে আরো ৩-৪বার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।