• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সমাজকর্মী তোফায়েল আহমদের বাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও বাড়িঘর ভাঙচুর

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২২
সমাজকর্মী তোফায়েল আহমদের বাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও বাড়িঘর ভাঙচুর

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর খাসদবির এলাকার সমাজকর্মী তোফায়েল আহমদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। গত (০১ অক্টোবর ২০২২) তারিখ রাত ১০টায় রংধনু ৮২ চৌকিদেখি এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মোঃ তোফায়েল আহমদ সূর্যোদয় যুব সংঘ ও সূর্যোদয় এতিম স্কুলের পরিকল্পনা, বাস্তবায়ন বিষয়ক সম্পাদক ও একজন সক্রীয় সমাজকর্মী ছিলেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলা চালিয়ে তোফায়েল আহমদের বাড়িতে অনেক মূল্যবান জিনিষপত্র ভাংচুর ও তার হুমকি ধামকি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনার বিষযয়ে মোঃ তোফায়েল আহমদের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কান্না জডড়িত কন্ঠে জানান তার ছেলে ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গেছে। তারপরও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা করে ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও তার মাকে হুমকি দিয়ে যায়। তারা বলে আমার ছেলে তোফায়েল আহমদ দেশে আসলে তাকে ক্রসফায়ার হবে। এ ঘটনার বিষয়ে তিনি নিকটস্থ থানায় অভিযুক্ত দায়ের করিতে গেলে পুলিশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তার অভিযোগ নেয়নি বলে জানান। তিনি আইন প্রয়োগকারী উদ্বোধন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, তোফায়েল আহমদের বাড়িতে রাতে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্র নিয়ে হামলা চালায়। এরপর তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। ভাঙচুরে বাধা দিতে গেলে তাদেরকে হুমকি দামকি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এবিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, গতকাল রাতে তোফায়েল আহমদের বাড়িতে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা ও বাড়িঘর ভাঙচুরে খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।