সময়ের কন্ঠস্বর সিলেট মহানগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবুল কালাম। ১৮ অক্টোবর ২০২২ থেকে পত্রিকার কর্তৃপক্ষ তাকে সিলেট মহানহর প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
আবুল কালাম বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। সম্প্রতি সময়ে তিনি সময়ের কন্ঠস্বর এ কাজ শুরু করেন। অবশেষে সময়ের কন্ঠস্বর কর্তৃপক্ষ গত ১৮ অক্টোবর থেকে তাকে সিলেট মহানগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেন।
আবুল কালাম সিলেটে প্রথম রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছিলেন। পাশাপাশি তিনি রিপোর্টিংয়ে কাজ করেন। এছাড়া ফিচারসহ সাহিত্যের নানা দিকে বিচরণ রয়েছে তার।
এখন থেকে সময়ের কন্ঠস্বর রিপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্যর জন্য ০১৭১৪-৪২৯১৪৭ নম্বরে যোগাযোগ করার জন্য সকল মহলকে অনুরোধ জানিয়েছে আবুল কালাম।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302