নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জালালনগর এলাকা থেকে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত তাদের দুইজনের সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়া আপন দুই ভাই জুনেদ আহমদ (৩০) ও জাবের আহমদ (২৬) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের জালালনগর গ্রামের রকিব আলীর ছেলে।
জুনেদের চাচা মোতাহির আলী বলেন, আমাদেরকে কক্সবাজারে ঘুরতে যাবে বলে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে তারা চলে যায়। কয়েকদিন যাবৎ অপেক্ষা করার পর তাদের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের দুজনের সন্ধান পাওয়া যায় নি। এতে মোতাহির আলী ধারণা করছেন, তারা দুই ভাই বাড়ি থেকে পালিয়ে চলে যায়। তাদের না পেয়ে তিনি দেশবাসী সর্বমহলের সকলের কাছে বলেন দুই ভাইকে কেউ ধরিয়ে দিলে তাদের পুরস্কিত করা হবে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, তাদের সন্ধান পেতে তৎপরতা শুরু করেছেন। পরিবার ও স্থানীয় লোকজনের দেখানো স্থানগুলোতে তৎপরতা চালিয়ে তাদের সন্ধান পাওয়া যায়নি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302