
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে মোকাম বাজারে পূর্ব বিরোধের জেরে জসিম উদ্দিন নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত ১৪ নভেম্বর (সোমবার ) সন্ধ্যা আনুমানিক ৭ঃ০০ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলার মোকাম বাজারস্থ সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সুত্রে জান যায়, গোলাপগঞ্জের মীরগঞ্জ বাজারে সিএনজি স্ট্যান্ড নেওয়াকে কেন্দ্র করে মোকাম বাজার ও মীরগঞ্জ বাজারের সিএনজি অটো রিক্সা চালকদের মধ্যে দীর্ঘদিন হইতে এ বিরোধ চলিয়া আসিতেছে। স্থানীয়রা বিষয়টি মিমাংসা করার জন্য উভয় পক্ষকে বললে বিষয়টি সমাধান না হওয়ায় ঘটনার দিন মীরগঞ্জ বাজারের স্ট্যান্ডের ড্রাইভাররা মিলে এ অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। ঘটনার সময় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোকাম বাজার ট্যান্ডের সভাপতি জনাব শামীম আমাদের ভাতিজা জসীম উদ্দীন গুরুতর আঘাতপ্রাপ্ত হইলে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
এ ঘটনায় ১৪ নভেম্বর রাত্রে নিহত জসীম উদ্দীনের চাচা শামীম আহমদ বাদি হয়ে গোলাপঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৬/২০২২তারিখ: ১৫/১১/২০২২ইং। মামলার আসামীরা হলেন, সুজন মিয়া,হাসিম আলী, জুনু মিয়া ,, রাসেল আহমেদ, সাহেদ আহমেদ ,তোফায়েল,মিটু,রাহাত,সায়েম,ফাহাদ,জিতু,হারুন,মিন্টু।
ঘটনার বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, মীরগঞ্জ বাজারে সিএজি স্ট্যান্ডে ড্রাইভাররা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।