ছাতক সংবাদদাতা: ছাতকে ফিসারীতে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ নভেম্বর) গভীর রাতে ছাতক উপজেলার চরকালীদাস গ্রামে প্রায় ৫ বিঘা জমির উপর গড়ে তোলা ফিসারীতে বিষ প্রয়োগ করা হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ফিসারীতে আওয়ামী লীগের সন্তাসীরা বিষ দেয়। রফিকুল হক মারা যাওয়ার পূর্বে বাড়ির পাশে ৫ বিঘা জমিতে একটি ফিসারী খনন করেন। দীর্ঘদিন ধরে ওই ফিসারীতে তারা মাছচাষ করে আসছেন।
রফিকুল হকের স্ত্রী শাহানারা বেগম বলেন, আমাদের ছেলে মস্তফা আহমদ ছাত্র শিবিরের রাজনীতি করে আসছে। আওয়ামী লীগ সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর দমন-নিপীড়ন চালাচ্ছে। এর অংশ হিসেবে সরকারদলীয় লোকজন আমার ফিসারীতে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা ২০-২৫ মণ নানা প্রজাতির মাছ মারা যায়।
এ ঘটনায় শিবির নেতা মস্তফা আহমদের মা শাহানারা বেগম ছাতক থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। থানা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে বিদায় করে দেয় এবং আদালতেও মামলা না করার নির্দেশ দেয়।
এ ব্যাপারে ছাতক থানার ওসি নাজিম উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি কোন সদুত্তর দেন নি। এব্যাপারে কথা না বলতে নিষেধ করা হয়েছে বলেও জানান তিনি।