স্টাফ রিপোর্টার : নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। সিলেট নগরীর লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থী সুব্রদ দেবের উপর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টিলাগড় এলাকায় তার উপর হামলা করা হয়। আহত ব্যবসায়ী সুব্রত দেব লালদিঘির পাড়ের অমিয় এন্টারপ্রাইজের মালিক। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন, ঘটনাটি তারা জেনেছেন। সাথে সাথে সেখানে পুলিশ প্রেরণ করা হয়। তিনি জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর সিলেট নগরীর লালদিঘীরপাড় নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুব্রত। গত ১০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন তিনি। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টিলাগড় এলাকায় পৌছামাত্র তার উপর সশস্ত্র হামলা করে সন্ত্রাসীরা। হামলার জন্য জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী মো. শহিদুল ইসলামকে দায়ী করেছে আহত সুব্রতের পরিবার। ব্যবসায়ী সুব্রত দেবের পিতা সুভাষ চন্দ্র দেব জানান তার ছেলেকে উদ্দেশ্য প্রণোদিত হামলা করা হয়েছে যাতে সে নির্বাচন করতে না পারে। তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
নতুন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য রুহুল আমিন বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। যারা হামালার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302