• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে মৌলবাদীদের হুমকি ধামকির কারণে আত্মীয়ের বাড়িতে জায়গা হলো না কুমিল্লার দম্পতির

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২২

নিজস্ব প্রতিনিধি: সিলেট মেট্রোপলিটন এর চৌকিদেখি এলাকায় মৌলবাদীদের হুমকি-ধামকির কারণে আত্মীয়ের বাড়িতে টাই হলো না এক কুমিল্লার দম্পতির।

ঘটনাটি গত ২৪ ডিসেম্বর (শনিবার) সিলেট সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড এর চৌকিদেখি রংধনু আবাসিক এলাকায় ঘটে।

খবর নিয়ে জানা যায়, ওই যুবকের নাম মোহাম্মদ সবুজ। সে কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকার মোঃ বাবুল হোসেন এর ছেলে এবং তার সাথে পালিয়ে আসা মেয়ের নাম জান্নাতুল ফেরদাউস। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের চৌকিদেখি রংধনু আবাসিক এলাকায় কিছুদিন পূর্বে কুমিল্লার এক দম্পতি বেড়াতে আসেন। তাদের সিলেটের আত্মীয় একজন হুজুরের মাধ্যমে তাদের বিয়ে দেন কিন্তু পাড়া-প্রতিবেশী বলিতে থাকে মেয়েটি বিয়ের পূর্বে প্রেগন্যান্ট ছিল। ঘটনা জানাজানি হইলে চৌকিদেখি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় মসজিদের ইমাম ও মৌলবাদীরা চৌকিদেখি এলাকার ফারহানা বেগমকে জিজ্ঞেস করিলে তিনি প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরবর্তীতে ঘটনা স্বীকার করেন। মৌলবাদীরা এ বিয়ে অবৈধ বলে ঘোষণা দেন এবং ফারহানা বেগমকে হুমকি দিয়ে বলেন তাদেরকে যেন তার বাড়িতে আশ্রয় না দেন। মৌলবাদীদের দেয়া আল্টিমেটামে কুমিল্লার দম্পতি সিলেট ছাড়তে বাধ্য হয়। এ রিপোর্ট প্রকাশ হওয়ার পূর্বেই তারা সিলেট ছেড়ে চলে যায়।