• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল গুরুতর আহত, ওসমানী হাসপাতালে প্রেরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২
সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল গুরুতর আহত, ওসমানী হাসপাতালে প্রেরণ

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জ বাজারস্থ পৌরসভার সামনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গত ২৭ ডিসেম্বর ২০২২ সালে বিক্ষোভ মিছিল করেছে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে তার নিজ বাড়ি ফেরার পথে সন্ধ্যায় গোলাপগঞ্জ বাজারের শেষ প্রান্তে যাওয়া মাত্রই পূর্বের শত্রুতার জের ধরে আগ থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল এর উপর অতর্কিত হামলা চালায়। এতে আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় আবু শফি মোহাম্মদ আশরাফ বাদলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল এর পরিবার গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে থানার ওসি মামলা না নিয়ে তাদেরকে থানা থেকে তাড়িয়ে দেয়।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু শফি মোহাম্মদ আশরাফ বাদল এর উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে তাকে গুরুতর আহত করে। এই হামলায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ ঘটনার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগযোগ করা হলে তিনি জানান, গোলাপগঞ্জ বাজারের শেষ প্রান্তে আওয়ামী লীগ কর্তৃক বিএনপি নেতা গুরুতর আহত হওয়ার খরর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।