শাহিন আহমেদ : নাট্যনির্মাতা ও দক্ষ সংগঠক, মোঃ কামালের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাইলেন ও সিলেটসহ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ কামাল। শুক্রবারা (৩০ ডিসেম্বর) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
সিলেটি নাটকের জনপ্রিয় অভিনেতা মোঃ কামাল এর জন্মদিন আজ। শাহজালালের পূণ্যভূমির সিলেট সদর উপজেলার তিনি জন্ম গ্রহন করেন ১ জানুয়ারী ১৯৯১ইং সালে।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাটক গরম খবর’নাটকটিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন কামাল। এরপর অভিনয় নৈপুণ্যে তিনি হয়ে উঠেন এদেশের সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় এই অভিনেতা।
দেশবাসীর কাছে জন্মদিনের দোয়া চেয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান সিলেটিফুয়া মোঃ কামাল, দেখতে দেখতে চলে গেল একটি বছর। করোনাভাইরাস মহামারির কারণে জন-জীবন যেমন বিপর্যস্ত ছিল, ভাইরাসটির অনেক বড় প্রভাব পড়েছে নাট্যাঙ্গনে। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের বড়, গত বছরের বিভীষিকা ভুলে গিয়ে নতুন বছরে ভালো কাটানোর প্রত্যাশা তাদের। সিলেটের নাট্যনির্মাতা ও দক্ষ সংগঠক কামাল তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘স্বাগতম ২০২৩, নতুন বছরের শুভেচ্ছা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302