• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবুল হোসেন

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
সিলেটবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবুল হোসেন

সিলেটসহ দেশ বিদেশের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মীম টিভি ইউএস’র সিলেট জেলা প্রতিনিধি ও সিলেট ফ্রিডম মিডিয়া ক্লাবের কার্যকরি সদস্য মোঃ আবুল হোসেন।

সোমবার (২ জানুয়ারী) এক বার্তায় দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘কালের বিবর্তনে বিলীন হতে যাচ্ছে ২০২২ সাল। গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও বরণ করবে ২০২৩ সালকে। নতুন বছরে যেন সিলেটসহ দেশের প্রতিটি মানুষের দুঃখ-কষ্ট, গ্লানি দূর হয়। এটাই প্রত্যাশা।’

তিনি বলেন, এ ভূখন্ডের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টির বাহক এদেশের বাঙালি জনগোষ্ঠী। বিভিন্ন ধর্মে-বর্ণে বিভক্ত হলেও ঐতিহ্য ও কৃষ্টির জায়গায় সব বাঙালি এক এবং অভিন্ন। নানা ঘাত-প্রতিঘাতে অনেক ঐতিহ্য হারিয়ে গেলেও ইংরেজি নববর্ষ উদযাপন এখনও স্ব-মহিমায় টিকে আছে। সারা বছে গ্লানি, হতাশা ভুলে এদিন সব বাঙালি নতুন আনন্দ-উদ্দীপনায় মেতে উঠেন।