
একুশেনিউজ ডেস্ক :
সিলেটের টুকের বাজার নয়গ্রাম পঞ্চায়েত কমিটির আহবায়ক,সিলেট জেলা বিএনপি’র সাবেক সদস্য ও সদর উপজেলার সাবেক সহ-সভাপতি, সাবেক মেম্বার, প্রবীন রাজনীতিবিদ আবু ঈসা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার সন্ধা ৫ টা ২০ মিনিটে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামায আগামীকাল শুক্রবার বাদ জুম’আ টুকের বাজার শাহী ঈদগাহ ময়দানে সম্পন্ন হবে।পরে পারিবারিক কবরস্থানের মরহুমের দাফন সম্পন্ন হবে।
আবু ঈসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন। তিনি রাতে এক শোক বার্তায়
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিন করুন আমিন।