• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজকে সর্বদা সজাগ থাকতে হবে: পীর সাহেব চরমোনাই

admin
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৩
ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজকে সর্বদা সজাগ থাকতে হবে: পীর সাহেব চরমোনাই

দেশ স্বাধীনতার ৫১ বছর পরেও মানুষ ভোটাধিকার এবং ভাতের অধিকারের জন্য আন্দোলন করছে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। ইসলামী শিক্ষাকে সিলেবাস থেকে বিতাড়ন করা হয়েছে। ডারউইনের নাস্তিক্যবাদী শিক্ষা সিলেবাসে সংযোজন করে ছাত্রছাত্রীদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। তিনি ইসলামবিরোধী যেকোন ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান। অন্যথায় দেশময় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, পীর সাহেব হুজুর চরমোনাই’র নেতৃত্বে বিতর্কিত শিক্ষানীতি’র প্রতিরোধে যে কোন আন্দোলন,সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১৭ই জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও নগর আয়োজিত ছাত্র গণজামায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও জেলা ও নগর সাধারণ সম্পাদক যথাক্রমে মুহা. আলবাবুল হক চৌধুরী ও মাহদী হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র গণজামায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সেক্রেটারি ইউসূফ আহমাদ মানসুর।

ছাত্র গণজামায়েতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি যুবনেতা মুফতি ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় শূরা সদস্য ছাত্রনেতা মুহাম্মাদ নূরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ মকবুল হুসাইন সহ জেলা ও নগর দায়িত্বশীল নেতৃবৃন্দ।