একুশেনিউজ ডেস্ক : রাজধানীর ফার্মগেট খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে জাতীয় সাপ্তাহিক এক দুই তিন এর দেয় যুগ পূর্তি ও ই-কমার্স মার্কেটপ্লেস ইবিডি বাজারের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু স্যাটেলাইট এর চেয়ারম্যান ও সিইও ডঃ শাহজাহান মাহমুদ হাত থেকে তারকা খ্যাত উদ্যোক্তা স্টার অ্যাওয়ার্ড ২০২২ গ্রহণ করেন শিল্প উদ্যোক্তা ও অভিনেতা,তালুকদার গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো ইমতিয়াজ কামরান তালুকদার।তিনি বলেন,তরুণরা দেশের সম্পদ। তবে অধিকাংশ শিক্ষিত তরুণ চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে বেকারের খাতায় নাম লেখান। তারা সম্পদে রূপান্তর না হয়ে দেশের বোঝা হয়ে যান।
এমন সংকটে সফল হয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী তালুকদার গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো ইমতিয়াজ কামরান তালুকদার।তালুকদার গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তালুকদার এগ্রো ফার্ম,সিলেট ফ্রিডম ইভেন্ট ম্যানেজমেন্ট,কামরান তালুকদার ট্রান্সপোর্ট,কামরান তালুকদার এন্টারপ্রাইজ,তালুকদার ফাউন্ডেশন, সিলেট ফ্রিডম ক্লাব।কলেজে পড়ার সময় সৃজনশীল কিছু করার তাড়না অনুভব করেন। উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসেবে কিছু করার ধারণা মাথায় জেঁকে বসে।উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠান করেন সিলেট ফ্রিডম ইভেন্ট ম্যানেজমেন্ট নামে প্রতিষ্ঠান।
তাদের সামনে নিজেকে প্রমাণ করার জন্য ব্যবসার বিকল্প কিছুই চিন্তা করতে পারলেন না। ধৈর্য, কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে স্বপ্ন পূরণে ব্যবসাই বেছে নিলেন।উদ্যোক্তা হওয়ার চিন্তা নিজেকে তৈরি করতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন এবং সুযোগের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন।২০১১ সালে একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট হাতে নেন।সে সময় তিনি বলেন,কেউ যখন জিজ্ঞেস করতেন, পড়াশোনার পাশাপাশি কী করেন, তখন তিনি বলতেন ব্যবসা করি।তরুণদের জন্য,বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। আগামীর বাংলাদেশ তরুণ উদ্যোক্তাদের ওপর নির্ভরশীল।তাই দেশ ও জাতির উন্নয়নে তার এ ক্ষুদ্র প্রয়াস। তিনি সব সময়ই আশাবাদী। তার স্বপ্নগুলো বাস্তবায়নে কঠোর পরিশ্রমে বিশ্বাসী তিনি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302