• ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলেজ ছাত্র খায়রুল আমিন রুমনের ওপর ছাত্রলীগের হামলা

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
কলেজ ছাত্র খায়রুল আমিন রুমনের ওপর ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্টার : কলেজ ছাত্র খায়রুল আমিন রুমনের ওপর ছাত্রলীগের হামলা চালিয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২৩ ইং তারিখে বিকেল সাড়ে ৪টায় দিকে মদন মোহন কলেজের সামনে হামলার ঘটনা ঘটে।

হামলায় কলেজ ছাত্র খায়রুল আমিন রুমন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়তার উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত কলেজ ছাত্র খায়রুল আমিন রুমন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, কলেজ ছাত্র খায়রুল আমিন রুমন মদন মোহন কলেজের একজন মেধাবী ছাত্র। সে কলেজে প্রতিদিন নিয়মিত ক্লাস করতো। গত ০৪ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী ছিল সেই অনুষ্ঠানে তাকে যাওয়ার জন্য কলেজ ছাত্রলীগের সভাপতি চাপ দেয় সে রাজি না হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের চক্ষুশূল হয়। তার পর থেকে সে একের পর এক হামলা মামলার স্বীকার হয়। গত ১৫ জানুয়ারী ২০২৩ মদন মোহন কলেজের ছাত্রলীগের এক নেতা তাকে গিয়ে বলে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ আমাকে পাঠিয়েছেন কলেজ ছাত্র রুমনকে নেওয়ার জন্য এসময় রুমন পড়াশুনা কথা বললে তার দুই গালে চর থাপ্পড় মারতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত ২৫ জানুয়ারি ২০২৩ ছাত্রলীগের মিছিল বের হয় সেই মিছিলে রুমন না যাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে তার উপর ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র এবং লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। তার দুই পায়ে, মাথায় ও বুৃকে গুরুতর আঘাত পায়। তার চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এবিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি, বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা মদন মোহন কলেজ শিক্ষার্থীর উপর হামলা খবর পেয়েছি। সেখানে পুলিশ মেতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।