• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ফরহাদ, উমেদ ও মৌসুমের নামে মামলা দায়েরে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩
ফরহাদ, উমেদ ও মৌসুমের নামে মামলা দায়েরে স্বেচ্ছাসেবক দলের নিন্দা

একুশেনিউজ ডেস্ক : সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ, সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য উমেদুর রহমান উমেদ, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম সহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার দাবি করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আজ এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানান।

এদিকে অনুরুপ এক বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হারিছ উদ্দিনের ঘাসিটুলার বাসায় গতকাল রাতে পুলিশি তল্লাশীর নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।